বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী শুক্র-শনিবারের টানা ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে।
জেলা শহরের পর্যটনকেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতাখুমসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের কোলাহলে মুখরিত। দীর্ঘদিন পর তিনদিনের ছুটিতে এসব পর্যটন কেন্দ্র এখন নারী পুরুষ শিশু বৃদ্ধসহ সকলের মিলনমেলায় পরিণত হয়েছে। পাহাড়,নদী, ঝিড়ি-ঝর্ণা আর প্রকৃতির অপরুপ রুপ দেখে মুগ্ধ পর্যটকরা।
টানা ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের হোটেল মোটেল আর রির্সোটগুলো পরিপূর্ণ হয়েছে পর্যটকদের আনাগোনায়। অন্যদিকে পর্যটকদের আরো আধুনিক মানের সেবা প্রদান আর সুযোগ সুবিধা বৃদ্ধি করে হোটেল মোটেলগুলো পার করছে ব্যস্ত সময়।
বান্দরবান সদরের আবাসিক হোটেল হিলভিউ এর ম্যানেজার মো.পারভেজ জানান, আমাদের হোটেলে ২১ ফেব্রুয়ারি শতভাগ ও ২৩-২৪ ফেব্রুয়ারি ৭০শতাংশ বুকিং রয়েছে। তিনি আরো বলেন,পর্যায়ক্রমে আরো পর্যটক বাড়বে এই প্রত্যাশা আমাদের।
জেলা সদরের হোটেল অরণ্য এর মালিক এবং আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মো.জসীম উদ্দীন জানান, ২১, থেকে ২৭ ফেব্রুয়ারি আমাদের হোটেলসহ জেলা সদরের অধিকাংশ হোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে,আর আগত পর্যটকদের সেবার মান আরও উন্নত করার জন্য সমিতির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বান্দরবান আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি অমল কান্তি দাশ বলেন, বান্দরবানে দীর্ঘদিন পরে প্রচুর পর্যটক আসছে আর পর্যটকদের সার্বিক সহযোগিতা করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বান্দরবান আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সকল সদস্যরা সচেষ্ট রয়েছে।
বাংলাদেশের পর্যটন শিল্পে বান্দরবান একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য। অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্বত্য জেলা দেশের পর্যটকদের জন্য এক স্বপ্নরাজ্য। তবে একসময় নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের পর্যটন শিল্প বিকশিত হতে
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/