সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন অংসাথুই মার্মা

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বান্দরবান জেলার থানচি উপজেলার ৩৬৮ নং মিবক্যা মৌজার হেডম্যান অংসাথুই মার্মা,উনার নামে সামাজিক ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

নিজ সাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত সংবাদ,মিথ্যা গুজব ভিত্তিহীন আমি উপরোক্ত সংবাদ ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে দুইটি অনলাইনে সহ সামাজিক মাধ্যমে মিবাক্যং হেডম্যানের অত্যাচারে অতিষ্ঠ মৌজাবাসী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি বলেন আমার নামে পূর্বে থেকে কিছু কচক্রী মহল ২০১১ সাল পর থেকে বিভিন্ন ভয়-ভীতি এবং মামলা হামলা করে আসছে যা বিভিন্ন সময় বোমাং রাজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন সময়ে সমাধান হয়েছে যা তারা মেনে নিয়েছিলেন,কিন্তু পরবর্তীতে আবার তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, হয়রানি করতেছে।

আমি সংবাদপত্রে নিয়োজিত সংবাদকর্মীদের সরজমিনে পরিদর্শনে গিয়ে সঠিক তথ্য তুলে ধরতে আহ্বান জানাচ্ছি, এবং উপরোক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী,উপজেলা প্রশাসন রাজা বাবুর সু দৃষ্টি কামনা করছি।