২৮ অক্টোবর ২০০৬ এর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর-২০২৫ইং বিকাল ৩ ঘটিকার সময় হতে বান্দরবান জেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর জামায়াতের আমীর মাও : হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতের জাতীয় নেতাদেরকে হত্যার উদ্দেশ্য জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে হামলা করে অনেক লোক শহীদ ও আহত হয়। উক্ত সন্ত্রাসী হামলার যথাযথ বিচারের জন্য বাংলার মাটিতে আওয়ামী লীগ খুনি সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে ফাঁসি নিশ্চিত করতে হবে এবং আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার প্রার্থীকে বিজয়ের মাধ্যমে খুনিদের বদলা নিতে হবে।

জেলা নায়েবে আমীর ও বান্দরবান ৩০০ নং আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম বলেন শেখ হাসিনার নির্দেশেই সেই দিন আওয়ামীলীগ ঢাকায় নিরীহ শান্তি প্রিয় মানুষকে হত্যা করে লাশের উপর নিত্য করেছিল। এই ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়ি পাল্লা মার্কায় সকলের দোয়া ও ভোট কামনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা জামায়াতের মিডিয়া ও যুব বিভাগ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, বান্দরবান সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান প্রমূখ।
পৌরসভা জামায়াতের সেক্রেটারী এড. শাহনেওয়াজ চৌধুরী সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বান্দরবান পৌর শহর শাখার সভাপতি ওবায়দুল হক, পৌর বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি মো : রিয়াজ উদ্দিন, আতিকুর রহমান, শিবির নেতা মেহেদী হাসান ও আলমগীর ।