মোঃ শহিদুল ইসলাম শহীদঃ এপিবিএন ২রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক বিভিন্ন কোম্পানির ৭৪ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ১৭,৬০,৭৮০/- (সতেরো লক্ষ ষাট হাজার সাতশত আশি) টাকা ও বিকাশ/নগদে ভুলক্রমে চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর এবং বন্যায় ক্ষতিগ্রস্থ পুলিশ সদস্য’দের আর্থিক সহায়তা প্রদান।
বিবরণসমূহঃ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে জিডির কপি সমূহ সংগ্রহ পূর্বক যথাক্রমে ১। হাটহাজারী থানার জিডি নং-১৫৭৩, তাং-২৫/০৭/২৪খ্রিঃ ২। সুধারাম মডেল থানার জিডি নং-৪২০, তাং-০৭/০৯/২৪খ্রিঃ ৩। ডবলমুরিং থানার জিডি নং-৮১, তাং-০২/০৭/২৪খ্রিঃ ৪। টাঙ্গাইল সদর থানার জিডি নং-৯০৭, তাং-১৩/০৫/২৪খ্রিঃ ৫। চকবাজার থানার জিডি নং-২০৪,তাং-০৪/০২/২৪খ্রিঃ ৬। হাটহাজারী থানার জিডি নং-২৩, তাং-০১/০৮/২৩খ্রিঃ ৭। কর্ণফুলী থানার জিডি নং-৪০৯, তাং-০৯/১২/২৩খ্রিঃ ৮। চাঁদপুর মডেল থানার জিডি নং-১৬৬৪, তাং-২৩/০২/২৩খ্রিঃ ৯। ল²ীপুর মডেল থানার জিডি নং-৩৬১, তাং-০৭/০৪/২৪খ্রিঃ ১০। সুধারাম মডেল থানার জিডি নং-৫৫৮, তাং-০৮/০২/২৪খ্রিঃ ১১। সিন্ধিরগঞ্জ থানার জিডি নং-১৪৪৪, তাং-২৪/০১/২৪খ্রিঃ ১২। নিউমার্কেট থানার জিডি নং-২২৫, তাং-০৫/০৫/২৪খ্রিঃ ১৩। বান্দরবান সদর থানার জিডি নং-৩৪৭, তাং-০৭/০৯/২৩খ্রিঃ ১৪। সুধারাম মডেল থানার জিডি নং-১১০৬, তাং-১৩/০৬/২৩খ্রিঃ ১৫। গৌরীপুর তদন্ত কেন্দ্রের জিডি নং-২৩৬, তাং-১০/১২/২৩খ্রিঃ ১৬। সুধারাম মডেল থানার জিডি নং-৪৭৮, তাং-০৭/০২/২৪খ্রিঃ ১৭। আজমিরীগঞ্জ থানার জিডি নং-৬৮৫, তাং-১৬/০৫/২৩খ্রিঃ ১৮। শ্রীপুুর থানার জিডি নং-৫২৩, তাং-০৯/০৬/২৪খ্রিঃ ১৯। মৌলভীবাজার সদর থানার জিডি নং-১৭৫১, তাং-৩১/০৫/২৪খ্রিঃ ২০। বাঘারপাড়া থানার জিডি নং-৮৫৫, তাং-১৮/০২/২৪খ্রিঃ ২১। ময়মনসিংহ কোতয়ালী থানার জিডি নং-১৮৬, তাং-০২/০৪/২৩খ্রিঃ ২২। শ্রীবর্দী থানার জিডি নং-৪৯৮, তাং-১১/০৭/২৪খ্রিঃ ২৩। বান্দরবান সদর থানার জিডি নং-৩৪৩, তাং-০৮/০১/২৪খ্রিঃ ২৪। কাজিপুর থানার জিডি নং-৭৩৭, তাং-১৬/০১/২৩খ্রিঃ ২৫। চকবাজার থানার জিডি নং-১১২৯, তাং-১৮/০৬/২৩খ্রিঃ ২৬। কোম্পানীগঞ্জ থানার জিডি নং-৯০৯, তাং-১৮/০৫/২৪খ্রিঃ ২৭। মীরসরাই থানার জিডি নং-৪৪৫, তাং-১১/০৬/২৪খ্রিঃ ২৮। চান্দগাঁও থানার জিডি নং-১১৯০, তাং-১৯/১১/২২খ্রিঃ ২৯। চান্দগাঁও থানার জিডি নং-৯৮০, তাং-১৫/০৬/২৪খ্রিঃ ৩০। কোতয়ালী থানার জিডি নং-৫০, তাং-০১/১২/২৩খ্রিঃ ৩১। আনোয়ারা থানার জিডি নং-৬৯৭,তাং-১৫/০৫/২৪খ্রিঃ ৩২। কুমিল্লা সদর দক্ষিণ থানার জিডি নং-৯৯৬, তাং-১৬/০৭/২৪খ্রিঃ ৩৩। চান্দগাঁও থানার জিডি নং-৫৭৫, তাং-১০/০৫/২৪খ্রিঃ ৩৪। কুমিল্লা কোতয়ালী থানার জিডি নং-৯৭৭, তাং-২৬/১২/২৩খ্রিঃ ৩৫। সন্দ¦ীপ থানার জিডি নং-৯৭৭, তাং-২৬/১২/২৩খ্রিঃ ৩৬। কুমিল্লা কোতয়ালী থানার জিডি নং-৭১১, তাং-০৯/০৫/২৪খ্রিঃ ৩৭। স›দ্বীপ থানার জিডি নং-৪৮৫, তাং-১৩/০১/২৪খ্রিঃ ৩৮। স›দ্বীপ থানার জিডি নং-৭২৩, তাং-২১/০৫/২৪খ্রিঃ ৩৯। রামু থানার জিডি নং-৫৩২, তাং-১২/০৭/২৪খ্রিঃ ৪০। রামু থানার জিডি নং-৫৩১, তাং-১২/০৭/২৪খ্রিঃ ৪১। রামু থানার জিডি নং-২৬৬, তাং-০৬/০৭/২৪খ্রিঃ ৪২। রামু থানার জিডি নং-৮৫৩, তাং-২০/০৬/২৪খ্রিঃ ৪৩। রামু থানার জিডি নং-২৬৫, তাং-০৬/০৭/২৪খ্রিঃ ৪৪। কক্সবাজার সদর থানার জিডি নং-১৪৫৫, তাং-২৩/০৩/২৪খ্রিঃ ৪৫। লোহাগাড়া থানার জিডি নং-৮৬৭, তাং-১৭/০৭/২৪খ্রিঃ ৪৬। উখিয়া থানার জিডি নং-১৩৫৫, তাং-৩০/০৫/২৪খ্রিঃ ৪৭। সাতকানিয়া থানার জিডি নং-১৪৮২,তাং-২৬/০১/২৪খ্রিঃ ৪৮। চকবাজার থানার জিডি নং-১২৭৯,তাং-২২/১২/২৩খ্রিঃ ৪৯। লোহাগাড়া থানার জিডি নং-১২৮৫,তাং-২৪/০১/২৪ খ্রিঃ ৫০। বান্দরবান সদর থানার জিডি নং-২৬৫, তাং-০৬/০৬/২৪খ্রিঃ ৫১। বায়েজিদ বোস্তামি থানার জিডি নং-১৪৪৫, তাং-২০/০৮/২৩খ্রিঃ ৫২। বায়েজিদ বোস্তামি থানার জিডি নং-৩৫৮, তাং-০৬/০২/২৩খ্রিঃ ৫৩। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৪০১, তাং-০৮/০৮/২৩খ্রিঃ ৫৪। উখিয়া থানার জিডি নং-১৪১, তাং-০৩/০৭/২৩খ্রিঃ ৫৫। দেবীদ্বার থানার জিডি নং-৫৭৫, তাং-১৩/০৫/২৪খ্রিঃ ৫৬। উখিয়া থানার জিডি নং-২৩৮, তাং-০৫/০২/২৪খ্রিঃ ৫৭। সাতকানিয়া থানার জিডি নং-৮৫৩, তাং-১৬/০১/২৪খ্রিঃ ৫৮। বান্দরবান সদর থানার জিডি নং-১৮৩, তাং-০৪/০৬/২৪খ্রিঃ ৫৯। মনপুর থানার জিডি নং-৫৯৩, তাং-১৯/০৩/২৪খ্রিঃ ৬০। কক্সবাজার সদর থানারজিডি নং-২২৮৬, তাং-৩১/১২/২৩খ্রিঃ ৬১। উখিয়া থানার জিডি নং-১৫৩, তাং-০৩/০৮/২০২২খ্রিঃ ৬২। উখিয়া থানার জিডি নং-৬২০, তাং-১৩/০১/২৩খ্রিঃ ৬৩। শাহরাস্তি থানার জিডি নং-১০৯০, তাং-২৩/০৩/২৪খ্রিঃ ৬৪। বাজিতপুর থানার জিডি নং-১৩০৬, তাং-২৭/০২/২৪খ্রিঃ ৬৫। তেজগাঁও থানার জিডি নং-৭২৬, তাং-১৪/০৩/২৩খ্রিঃ ৬৬। বান্দরবান সদর থানার জিডি নং-১৩৪৮, তাং-৩০/০৫/২৪খ্রিঃ ৬৭। উখিয়া থানার জিডি নং-১২১৭, তাং-২৬/০২/২৪খ্রিঃ ৬৮। উখিয়া থানার জিডি নং-১১৮০, তাং-২৬/১১/২৩খ্রিঃ ৬৯। বান্দরবান সদর থানার জিডি নং-২৩৮, তাং-০৬/০৬/২৩খ্রিঃ৭০। খিলক্ষেত থানার জিডি নং-৮৩৩, তাং-১৪/১০/২৩খ্রিঃ ৭১। সাতকানিয়া থানার জিডি নং-৬৩৪,তাং-২১/০৮/২৪খ্রিঃ ৭২।গোপালগঞ্জ সদর থানার জিডি নং-২৪৬, তাং-০৫/০৫/২৪খ্রিঃ ৭৩। কাফরুল থানার জিডি নং-১৮৩৪, তাং-২৪/১২/২৩খ্রিঃ ৭৪। ধামরাই থানার জিডি নং-১০৪৬, তাং-২২/১০/২৩খ্রিঃ । কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক (Samsung A12, Vivo Y20G, Redmi note 6 pro, Tecno Camon 20 pro, ITEL A60, Vivo Y16, Oppo A5, Vivo Y50, Iphone 7, Samsung A32, Vivo V21, Samsung S21, Xiaomi 10i, Oppo A76, Oneplus 7T, One plus nord 2, Oppo A17, Redmi Note 13, Vivo Y20, Realme C55, Samsung M20s, Realme C51, Infinix note 30, Samsung A30s, One plus 7T, Samsung A13, Realme 8, Redmi note 10s, Samsung A03, Redmi note 10 pro max, Redmi note 12, Redmi note 8 pro, Redmi A2+, Oppo A16e, Samsung A13, Redmi Note 11 pro, Samsung A03, Vivo V2131, Oppo A54, Vivo V20, Oppo F21s Pro, OPPO CPH2591, Vivo V2130, Iphone 11, Iphone 12 Pro Max, Redmi 23106 RNODA, One Plus 8T, Vivo Y21, Samsung Galaxy F22, Tecno Go 2024, Redmi Note 7Pro, Redmi note, Samsung M12, Infinix Hot Play 12, Vivo y20T, Samsung A1B, Oppo A95, Vivo Y21, Huawei nova 3i, Samsung Note 10 Lite, Redmi Y3, Samsung Galaxy A52, Vivo Y15s, Xoumi Mi 10I, Google Pixel 6, Benco S1Pro, Oppo F21 Pro 5G, Vivo Y20, Redmi note 10s , samsung A82, Realme C53, Redmi note 8 pro, samsung A32, Vivo Y21)সর্বমোট ৭৪ টি মোবাইল ফোন ও বিকাশ/নগদে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। সাভার থানার জিডি নং-১২১৯, তাং-১১/০৯/২৪খ্রিঃ ২। বান্দরবান সদর থানার জিডি নং-৪৬৮,তাং-১৪/০৮/২৪খ্রিঃ ৩। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৩৫৬, তাং-১৪/০৮/২৪খ্রিঃ ৪। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৩৫৫, তাং-১৪/০৮/২৪খ্রিঃ ৫। উখিয়া থানার জিডি নং-১২৮, তাং-০৩/০৮/২৪খ্রিঃ ৬। কুমিল্লা সদর দক্ষিণ থানার জিডি নং-১২৭৫, তাং-২৫/০৪/২৪খ্রিঃ ৭। রামগঞ্জ থানার জিডি নং-১৬৮, তাং-০৪/০৫/২৪খ্রিঃ ৮। রামগঞ্জ থানার জিডি নং-৭২২, তাং-১৫/০৬/২৪খ্রিঃ ৯। মৌলভীবাজার সদর থানার জিডি নং-২১, তাং-০১/০৬/২৪খ্রিঃ ১০। জোরারগঞ্জ থানার জিডি নং-২২৩, তাং-০৫/০৫/২৪খ্রিঃ ১১। জোরারগঞ্জ থানার জিডি নং-২৮, তাং-০১/০৬/২৪খ্রিঃ ১২। জোরারগঞ্জ থানার জিডি নং-৯০৬,তাং-২২/০৬/২৪খ্রিঃ ১৩। রাউজান থানার জিডি নং-১১০৪, তাং-২৪/০৫/২৪খ্রিঃ ১৪। রামু থানার জিডি নং-৬৫০, তাং-১৫/০৬/২৪খ্রিঃ ১৫। উখিয়া থানার জিডি নং-২১৯, তাং-০৫/০৫/২৪খ্রিঃ ১৬। রামু থানার জিডি নং-৫৭৫, তাং-০৩/০৬/২৪খ্রিঃ ১৭। থানচি থানার জিডি নং-২১৩, তাং-০৭/১২/২৩খ্রিঃ ১৮। আনোয়ারা থানার জিডি নং-৫৮২, তাং-১৯/০৮/২৪খ্রিঃ ১৯। রামু থানার জিডি নং-৩৬০, তাং-০৮/০৭/২৪খ্রিঃ ২০। পটিয়া থানার জিডি নং-৩৩৫, তাং-০৬/০৭/২৪খ্রিঃ ২১। রামু থানার জিডি নং-৪৯৭, তাং-১১/০৭/২৪খ্রিঃ ২২। কক্সবাজার সদর থানার জিডি নং-১০৩৪, তাং-১৫/০৭/২৪খ্রিঃ মূলে ভিকটিমদের বিকাশ/নগদ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বর সমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ১০,০০০/- টাকা, ৫,৬০০/- টাকা, ১২,০০০/- টাকা, ২০,০০০/- টাকা, ১৫,০০০/- টাকা, ১০,০০০/- টাকা, ২০,০০০/- টাকা, ৩২,৬৯০/- টাকা, ১০,০০০/- টাকা, ৫,১০০/- টাকা, ১৮,৩৬০/- টাকা, ৫৫,৬০০/- টাকা, ১৮,২৫০/- টাকা, ২৫,০০০/- টাকা, ২১,৪৪০/- টাকা, ২৫,০০০/- টাকা, ২০,০০০/- টাকা, ২০,৪০০/- টাকা, ১৭,৩২০/- টাকা, ২৫,৩০০/- টাকা, ২৫,০০০/- টাকা, ৪,৫১০/- টাকা উদ্ধার করে, পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে অদ্য ইং ১৬/০৯/২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৭৪ টি মোবাইল ফোন, অনলাইন ব্যাংকিং প্রতারণায় চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা মালিকগণ গ্রহণ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া ০৯(নয়) জন পুলিশ সদস্য’দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক (নিঃ) সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (সঃ) আল-আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মোঃ পলাশ হোসেন এবং মোবাইল উদ্ধার স্পেশাল টিমের ইনচার্জ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নবাংলাদেশ পুলিশ।