

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই দিবসটি উপলক্ষে উপজেলা সদরে একটি র্যালী প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি যা হওয়ার পেছনে অনেকাংশেই মানুষ দায়ী। মানুষের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড সবচেয়ে বেশি দুর্যোগ আকৃষ্ট করছে। যেমন নির্বিচারে বৃক্ষ নিধন, পরিবেশ বিরোধী পন্যসামগ্রী যেমন পলিথিন জাতীয় পন্য ব্যবহার করা এবং যেখানে সেখানে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় করে এমন কলকারখানা স্থাপনসহ নানা কারণে আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। মোটকথা দুর্যোগ থেকে বাঁচার জন্য সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশবান্ধব কাজ করতে হবে।