আবারও মাচালং বাজারে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করলো সেনাবাহিনী বাঘাইহাট জোন

বাঘাইছড়ি প্রতিনিধি-
বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবারো সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। পাহাড়ি এলাকা হওয়ায় শুষ্ক মৌসুমে মাচালং ও আশপাশের এলাকায় ঝিরিঝর্ণা ও নলকূপের পানি শুকিয়ে যায় ফলে প্রতিবছর বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। এসব বিষয় মাথায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এ পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাসালং বাজারের বিশুদ্ধ পানি সুবিধাটি পুনরায় জীবন্ত রূপ পায়।

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এবং সাজেকগামী পর্যটকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জানা যায়, সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে। পানির মতো মৌলিক সুবিধা সচল হওয়ায় স্থানীয় জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে।

পরে মাচালং বাজারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রিয়া সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।