ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকাল ৪.৩০ টায় জামায়াতে ইসলামী রাজবিলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামপুর বাজারে এই আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী রাজবিলা ইউনিয়নের সভাপতি মাওলানা ফরিদ হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস.এম আব্দুচ ছালাম আযাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী বান্দরবান সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম। প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বান্দরবান সদর উপজেলা সুরা সদস্য এডভোকেট সোলায়মান এবং রাজস্থলী উপজেলা শাখার আমীর মাওলানা ফরিদ আহম্মদ।

এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার বিচার বহির্ভূতভাবে বাংলাদেশের জনপ্রিয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জুলাই আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা চোরের মতো পালিয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আইনের শাসনের বাস্তবায়ন চায়। ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠন করতে আমরা সবসময় চেষ্টা করে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে মুল্যবান ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবেন সেই আশা ব্যক্ত করেন তারা। এরপর জুলাই আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।