উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার প্রবীণ ব‍্যক্তিত্ব, উপজেলা কার্বারী এসোশিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত চিৎগুলা চাকমা (কার্বারী) এর সাপ্তাহিক অন্ত‍্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা সভাপতি আর্য্যলঙ্কার মহাথেরসহ বিক্ষুমন্ডলী উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) তাঁহার কুলগত গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, সমাজ ও বিভিন্ন এলাকার এবং ভিন্ন জেলার কল‍্যাণমিত্রদের সমন্বয় ও সহায়তায় বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কারাদনসহ বিভিন্ন দান কার্যের সমারোহে এ প্রয়ানোত্তর মহান পূণ‍্যকর্ম সম্পাদিত হয়েছে।

উল্লেখ‍্য, তিনি ২০ মার্চ ২০২৫খ্রি: রোজ: বৃহস্পতিবার বার্ধক‍্যজনিত জরা-ব‍্যধিতে আক্রান্ত অবস্থায় তাঁহার নিজ বাসায় শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন।

তাঁহার জন্ম ১৯৩১ সালের ১লা মে। এ হিসেবে প্রয়ানকালে তাঁহার বয়স বর্তমান ৯৪বৎসর।

তাঁহার চারপুত্র ও বৃদ্ধ স্ত্রীসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে যান। সর্ব কণিষ্ঠ পুত্র বৌদ্ধ শাসনে ভিক্ষুত্ববরণ করে বৌদ্ধ সাধনায় ব্রত রয়েছেন।

পূণ‍্যসভায় তাঁহার জীবদ্দশার স্মৃতিচারণ করা হয়। তাঁর ঘণিষ্ঠজনেরা স্মৃতিচারণে বলেন, প্রকৃতপক্ষে তিনি একজন সৎব‍্যক্তি ছিলেন। তিনি কখনও মিথ‍্যাকে প্রশ্রয় দিতে রাজি ছিলেন না। যেখানে তাঁর মিথ‍্যা বা অসত‍্যের দৃষ্টিগোচর হয়েছে, সেখানে তিনি তার প্রতিবাদ করেছেন।

তাছাড়া তিনি একজন সাহিত‍্যিক ছিলেন বলেও স্মৃতি চারণে বলা হয়। তিনি সামাজিক ও সংকৃতির অবক্ষয়মূলক বাস্তব বিষয়গুলো নিয়ে লেখা-লেখি করে কবিতা বা সাহিত‍্য রচনা করতেন বলে জানা যায়।