এনআইডি কার্ডে নাম পাল্টেও লাভ হলো না রকি’র; কাপ্তাই থানা পুলিশের অভিযানে গ্রেফতার

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
২৩ (অক্টোবর) বিকালে কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা করে রাংগামাটি শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মো: রকি কে গ্রেফতার করে। তার পিতার নাম মো: ইসহাক। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার চারা বটতল এলাকার মোহাম্মদ ইসাকের ছেলে। উক্ত আসামি ২০১৬ সালে (পিক আপ গাড়ি চুরি) কাপ্তাই থানার মামলা নং-০১, তারিখ -০১/০৪/২০১৬, ধারা-৩৭৯/৪২৭/৩৪ মুলে আটক হয়।

তখন উক্ত আসামি তার নাম রানা প্রকাশ রকি, পিতা- মো, ইসাহাক, মাতা-মিনু বেগম, সাং-হাজির টেক, ওয়াগ্গা থানা-কাপ্তাই, রাংগামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ বিচার পক্রিয়া শেষে উক্ত আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাংগামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন। আসামি রকি সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে তার নিজের নাম রকি এর জায়গায় জামাল, পিতার নাম মো: ইসাহাক এর জায়গায় খালু জাহাঙ্গীর আলম এর নাম এবং মায়ের নাম পাখি বেগমের জায়গায় খালা মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরী করে। আসামিকে চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।