

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ”কিন্নরী”তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।
এসময় আরো বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন এবং মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান,
উপজেলা প্রশিক্ষক ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,গণমাধ্যম কর্মী সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাকে ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।