

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ (জুন) বৃহ:বার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভার আয়োজন করা হয়। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর এবং ম্যালেরিয়া নির্মূল প্রকল্প, ব্র্যাক এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহলা অং মারমা’র সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার (ম্যালেরিয়া প্রকল্প) শম্পা দাশ গুপ্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এ সময় আরো বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ, শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা। প্রজেক্টরের এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে সচিত্র উপস্থাপন করেন প্রকল্পের অফিসার সুইসাইন। এসময় কাপ্তাইয়ের চিৎমরম,কাপ্তাই, ওয়াগ্গা ইউনিয়ন থেকে ইমারজেন্সি হেলথ রেস্পন্ডার গ্রুপের সদস্য উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ম্যালেরিয়া একটি সংক্রামক রোগ, যা মশার মাধ্যমে ছড়ায়। এটি মূলত Plasmodium নামক একধরনের পরজীবী দ্বারা হয়, এবং এটি opheles প্রজাতির স্ত্রী মশ জাতির স্ত্রী মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। তাই আমাদের ম্যালেরিয়া সম্পকে সচেতন হতে হবে।