

এম বাবুল, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তোপধ্বনি, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে বড়ইছড়ি কর্ণফূলী স্টেডিয়ামে সকাল সাড়ে ৮ টায় প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ, সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে এর আগে সকাল ৬ টায় কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।