

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে কেপিএম এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহ: বার বিকেলে উপজেলা চত্বরে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপনের সভাপতিত্বে এবং জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণঐক্য, ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা, এক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি অর্জন এবং সাম্রাজ্যবাদ থেকে মুক্তির লক্ষ্যে বিএনপি গঠিত হয়েছে। এ সময় সংবর্ধিত স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম বলেন, বিএনপি গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তৎকালীন সরকারের জেল-জুলুম, নির্যাতন, হামলা-মামলা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রম অব্যাহত রেখেছেন। রাষ্ট্র পুনর্গঠনে জনাব তারেক রহমান দেওয়া ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন ,রাঙ্গামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ রতন,সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোই মং মারমা, জেলা মহিলা দলের শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার,রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রকিব উদ্দিন মঈন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব রফিকুল ইসলাম,রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বর, কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হাকিম, তাঁতি দল দলের সভাপতি আফসার উদ্দিন,সাধারণ সম্পাদক তরিকউল্লাহ। ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়া রাম তনচংগ্যা সহ বিএনপি,অঙ্গ ও সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, ফুল ও নানা স্লোগানে মোশের্দ আলমকে বরণ করে নেন।