

কাপ্তাই প্রতিনিধি:
‘হাত ধোয়ার নায়ক হন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহ:বার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রকি দে’র (অ.দা) সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের প্রতিপাদ্যের আলোকে আমাদের সকলেরই উচিত নিজে সচেতন হওয়া এবং অন্যদেরও হাত ধোয়ার অভ্যাসে উদ্বুদ্ধ করা— তাহলেই আমরা সত্যিকার অর্থে ‘হাত ধোয়ার নায়ক’ হতে পারবো।”
তিনি আরও বলেন, “শিশুদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা একটি সুস্থ, সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাশ ঘোষ,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।