এম বাবুল, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। ৩০ (মার্চ) সকাল ১১.৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় মাননীয় বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী মর্যাদায়) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান রাঙামাটি সার্কিট হাউজে হতে সড়ক পথে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগমন করেন।
এ সময় তাকে স্বাগত জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা,সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, মেডিকেল অফিসার ডা: বিক্লিন্টন,উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মো ইলিয়াছ, এস আই (নিঃ) বখতিয়ার খন্দকার প্রমুখ। এ সময় অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা দানে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার মান আরো উন্নতি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আহ্বান জানান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/