এম বাবুল, কাপ্তাই ( রাঙ্গামাটি) প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে আজগার সাপ মুক্ত করা হয়েছে।
২৮ (মার্চ) সকাল ৮:৩০ এই অজগর সাতটি ও মুক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট সংলগ্ন শিলছড়িতে পরিত্যাক্ত নেটে ৮/১০ কেজি ওজনের একটি অজগর সাপ আটকা আছে বলে বিভাগের কাছে খবর আসে।
পরে বন বিভাগ কর্মকর্তা-কর্মচারীরা সাপটিকে সুষ্ঠভাবে উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জের সদর বিটের নিরাপদ ও ঠান্ডা পরিবেশে অবমুক্ত করে। অজগর সাপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মো: মাসুম আলম ও মো: আবু কাওসার। এ সময় কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা কর্মচারীগন সহ গণমাধ্যম কর্মী'রা উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/