

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ভর্তি মাদকদ্রব্য উদ্ধার ও ৪ জনকে আটক করা হয়েছে।
২৭ (আগস্ট) বুধবার ভোর ০৬ টায় কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনার রেশম বাগান পুলিশ চেক পোষ্ট থেকে এসআই মোঃ আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে চেকপোস্ট করে করলা প্রাইভেট কার তল্লাশী করে কারের পিছনে বনেট এর ভিতর থেকে বস্তাভর্তি অবৈধ ১২০ (একশত বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেন। এসময় ১টি টয়োটা কার, যাহার রেজিঃ ঢাকামেট্রো গ-১৩-৫৩৫৮ সহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউপি ৬নং ওয়ার্ড নেজাম শাহ্ পাড়া এলাকার মোঃ আবুল কাশেম পুত্র মোঃ শাহেদুল ইসলাম (২৯),একই এলাকার আব্দুল মান্নান এর পুত্র মোঃ ইব্রাহিম (৩২),চট্টগ্রাম পটিয়া থানার কাশিয়াইশ ইউপি’র মহিরা পেরপাড়া অজিত মহাজনের বাড়ী এলাকার বাবুল মহাজন এর পুত্র সৈকত মহাজন (২৯) এবং একই এলাকার কৃষ্ণ দাশ এর পুত্র টিটু দাশ (৩৪)।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।