হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকের মাঝে এসএল৮এইচ নামের হাইব্রিড এই ধানের বীজ বিতরণ করা হয়।
বিনামূল্যে বীজ বিতরণ করেন রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কুশল তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহানসহ সকল উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
এসময় জনপ্রতি ২ কেজি করে ৫০ জন কৃষকের মাঝে মোট ১০০ কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/