হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে দীর্ঘ ৮ বছর পর তৃণমূল পর্যায়ের বহুল প্রতীক্ষিত সদস্য নবায়ন কার্যক্রম এবং সাংগঠনিক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০.৩০ টায় রাজস্থলী বাজারের একটি সম্মেলন কক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা।
এছাড়াও এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহিদুল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাশেম মেম্বার, মুইথুইঅং মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, মহিলাদলের সভাপতি প্রেমা তালুকদার, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে চাঁদাবাজ, টেন্ডারবাজদের ঠাঁই হবে না। রাজস্থলী উপজেলার কোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোন অন্যায় কাজ প্রমাণিত হলে তাকে দল বহন করবে না। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারুণ্যের আইডল তারেক রহমানের আদর্শে সকল নেতাকর্মীকে বিএনপির দলীয় কার্যক্রম করতে হবে। সকল ভেদাভেদ ভুলে এক হয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য মাঠে কাজ করতে হবে। এছাড়াও তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীদের সদস্য ফরম নবায়ন করার প্রতি গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/