সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার অভিভাবক ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ২৯৯ নং আসনের মনোনয়ন প্রার্থী এ্যাড.দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো বিলাইছড়ি বিএনপি।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটির কলেজ গেইট এলাকার মন্ত্রী পাড়ায় নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলো উপজেলা বিএনপি। এ-সময় দীপেন দেওয়ান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক "ধানের শীষকে" বিজয়ী হওয়ার জন্য সবাইকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে । সবসময় সুখে- দুঃখে জনগণের পাশে থাকতে হবে। ভোটারের কাছে যেতে হবে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি'র অর্থ সম্পাদক ও উপজেলা বিএনপি'র সমন্বয়ক মোঃ জসীম উদ্দিন , বিলাইছড়ি উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক খাঁ ও ইমাম হাসান সিকদার, সহ-সভাপতি চাথোয়াই রোয়াজা, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক মোঃ জাফর আহাম্মদ ও জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনে নেতা এবং নেতৃবৃন্দ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/