
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে তক্তানালা উত্তর পাড়ার ” নির্বাণ সুখ” বৌদ্ধ বিহারে ১৮তম দানোত্তম মহান কঠিন চীবর দান ও মহতী পূর্ণ্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকার আয়োজনে বিহার প্রাঙ্গণে- দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত পরিবেশন, বুদ্ধ পূজা, পঞ্চশীল পাঠ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ডদানসহ নানাবিধ দান আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠানে জগতের সকল প্রাণী সুখ, শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়। চীবর দানে একক ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী ত্রিরত্ন বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ তদন্ত দীপালোক থের। আরও উপস্থিত ছিলেন নন্দশ্রী মহাথের, রক্ষিতা নন্দ ভিক্ষু, সুগত প্রিয় থের, জ্ঞানবংশ ভিক্ষু, চন্দ্রকীর্তি ভিক্ষু, ধর্মসেন ভিক্ষু, বিজিতা সার ভিক্ষু এবং অন্যান্য ভিক্ষু সংঘ ও উপাসক- উপাসিকা।
এছাড়াও দায়ক-দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটি সভাপতি দীন নাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সন্তুলা তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট দায়ক সাবেক ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান, জিরাপ হেডম্যান,উজ্জ্বল হেডম্যান, ইউনিয় পরিষদ সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, সোনালাল তঞ্চঙ্গ্যা, আনন্দ মেম্বার, ভরত চন্দ্র কার্বারী, অনন্ত তঞ্চঙ্গ্যা, আশীপ বাবু তঞ্চঙ্গ্যা, যত্ন বালা তঞ্চঙ্গ্যা, জোনি তারা তঞ্চঙ্গ্যা সহ হাজারো ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন গুনী শিল্পী সেজুতি তঞ্চঙ্গ্যা এবং সংগীত পরিচালনায় স্বপন দাশ। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে।