তারেক রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের এই শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর করিমিয়া কওমিয়া রশিদিয়া মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে নাইমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই জনকল্যাণ মুলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ জুনু, ছাত্রনেতা সুলতান মাহমুদ, জোবায়েদ চৌধুরীসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।