হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তিনটি পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্রে সেশন পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের আওতায় ঘিলাছড়ি ইউনিয়নের মনিঅং কার্বারী পাড়া, কোরবান ছড়ি পাড়া ও ধনুছড়ি পাড়ার মোট ১০০ জন কৃষান কিষানীর মাঝে জৈবিক ভাবে ফসল উৎপাদন কৌশল, গবাদিপশু পাখির পরিচর্যা ও নিয়মিত টিকা, বাগানের আন্ত:পরিচর্যা মালচিং, প্রুনিং,ড্রিপ ইরিগেশ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় সেশন পরিচালনা করেন কারিতাসের রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার, মাঠ সহায়ক মাএনু মারমা, বকুল বিকাশ চাকমা, মিখায়েল ত্রিপুরা।
প্রশিক্ষণ শেষে মাঠ কর্মকর্তা মামুন শিকদার জানান, চলতি মাসে উপজেলার ৩টি ইউনিয়নে আরো ১৯ টি পাড়ার ৬৯০ জন কৃষকদের মাঝে কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্রে উক্ত বিষয়ের উপর সেশন পরিচালনা করা হবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/