হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চারটি পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্রে সেশন পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী কারিতাস পিএইপি-৩ প্রকল্পের আওতায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া, ধলিয়া মারমা পাড়া, যৌথখামার পাড়া ও রমতিয়া পাড়ার মোট ১৫০ জন কৃষাণ কিষাণীর মাঝে জৈবিক ভাবে ফসল উৎপাদন কৌশল, গবাদিপশু পাখির পরিচর্যা ও নিয়মিত টিকা, বাগানের আন্তঃপরিচর্যা মালচিং, প্রুনিং, ড্রিপ ইরিগেশ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় সেশন পরিচালনা করেন কারিতাসের রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠসহায়ক মাএনু মারমা, বকুল বিকাশ চাকমা, মিখায়েল ত্রিপুরা।
প্রশিক্ষণ শেষে মাঠ কর্মকর্তা মামুন শিকদার জানান, চলতি মাসে উপজেলার ৩টি ইউনিয়নে আরো ১৯ টি পাড়ার ৬৯০ জন কৃষকদের মাঝে কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্রে বিষয়ের উপর সেশন পরিচালনা করা হবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/