পাহাড়ের সাপ্তাহিক হাটগুলো যেনো কাঁঠালের দখলে

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন হাট বাজারগুলো যেনো মৌসুমী ফল কাঁঠালের দখলে। সরেজমিনে রাজস্থলী উপজেলার ইসলামপুর গাইন্দ্যা বাজার, বাঙ্গালহালিয়া বাজার এবং রাজস্থলী বাজারের সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায় অন্যান্য কাঁচামালের চেয়ে হাটের দিন কাঁঠালের যোগান সবচেয়ে বেশি।

কয়েকজন স্থানীয় খুচরা কাঁঠাল বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছে থাকা কাঁঠালগুলোর আকার বড় হয়েছে। আর বৃষ্টিতে কাঁঠালের দাম মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। এজন্য গাছের কাঁঠালগুলো সাপ্তাহিক হাটে এনে বিক্রয় করি। এর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছি। আবার কেউ কেউ অভিযোগ করেছেন স্থানীয় হাটগুলোতে দেশের দূর দুরান্ত থেকে ব্যবসায়ী না আসায় অপেক্ষাকৃত কম দামে বিক্রয় করতে হচ্ছে তাদের।

মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী মোঃ আলমগির হোসেন জানান, বৃষ্টিতে দেশব্যাপী কাঁঠালের বিশেষ চাহিদা থাকায় আমরা প্রত্যন্ত এলাকা থেকে কাঁঠাল ক্রয় করে দেশের বিভিন্ন চাহিদাসম্পন্ন শহরে নিয়ে যাই। এই সময়টাতে কাঁঠাল বিক্রয় করে মোটামুটি লাভবান হতে পারছি।