॥নিজস্ব প্রতিবেদক॥
কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও রহস্যজনক কারণে পাহাড়ে দীর্ঘ ৬ বছর ধরে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ী তথা জনসাধারণ ঋণ সহ জায়গা সংক্রান্ত সমস্যা সমাধান করতে না পারায় হতাশায় ভূগছেন। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম করা দাবি জানিয়েছে রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে অঘোষিত নিষেধাজ্ঞার কারণে পাহাড়ে বাজার ফান্ড এলাকাগুলোতে সকল প্রকার ব্যাংক ঋণ বন্ধ রয়েছে। এতে করে অত্রাঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে। মূলধন সংকটে অনেকে ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে রাঙ্গামাটির বাইরে গেছেন।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ কয়েক বছর ধরে বাজারফান্ডের জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারফান্ড জমি মর্টগেজ (বন্ধক) দিয়ে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। বাজারফান্ড এলাকায় ব্যবসা সংকোচন ও ব্যবসায়ীদের মাঝে হতাশা বাড়ছে।
আরও বলা হয় “২০১৭ সালে রাঙ্গামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। তখন নানা দেন-দরবারের পর তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। পাহাড়ের বাজার ফান্ড অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হয়েছে মন্তব্য করে সংবাদ সন্মেলনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাঙ্গামাটিতে বাজার ফান্ড নিয়ে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে শাট ডাউন, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দিয়েছেন রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিক সম্মেলনে বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম আহবায়ক মুজিবুল হক মুজিব,আব্দুল কুদ্দুছ, দুপ্রক’র সাবেক সভাপতি ওমর ফারুক, রাঙ্গামাটি চেম্বারের পরিচালক দীল বাহাদুর, জহির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সিরাজুল মোস্তফা, অটোরিকসা চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, আবুল কালাম, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, করাতকল সমিতির সভাপতি মমতাজ মিয়া, ট্রাক চালক সমিতির সভাপতি হাসমত উল্লাহ, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা কামাল হোসেন, বরুন রায়সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/