পিআরসহ পাঁচ দাবীতে রাঙ্গামাটি ইসলামী আন্দোলনের মানববন্ধন

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা সহ পাঁচ দফা দাবি নিয়ে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৫ অক্টোরব) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রাঙ্গামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনের উপস্থিত ছিলেন, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ-সভাপতি এ কে এম ইসরাইল, জেলা সেক্রেটারী মাওলানা মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম,পৌর নেতা আব্দুর রাউফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধতার দাবী জানাচ্ছি, আমাদের দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি সমূহ –
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা।
২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।