
কাপ্তাই প্রতিনিধি:
বৌদ্ধধর্ম অনুযায়ী রাঙ্গামাটি কাপ্তাইয়ে বসবাসরত মারমা সমাজে গৌতম বুদ্ধের শাসন অনুসরন করে মঙ্গল ঢোল বাজিয়ে জাতীয় ও ধর্মীয় পতাকা উক্তোলন মাধ্যমে পুর্ণ্যার্থীদের অংশ গ্রহনে কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়নে তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারের কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু স্থাপন ও ১৩ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকা উদ্যোগে বিহার সংলগ্ন এলাকায় কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু স্থাপন,পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা গাথা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়।দ্বিতীয় পর্বে বেলা আড়াই টা দিকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রার মাধ্যমে মঞ্চে আনা হয়। এরপর উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকল প্রাণীর হিতসুখ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়।
ধর্মীয় সভায় ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথেরো’ সভাপতিত্বে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন,
রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘ নায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো। এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনা মহাথেরো। এসময় তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ সুগন্ধা মহাথেরো, বিভিন্ন বিহার থেকে ভিক্ষু সংঘরা, বিহার পরিচালনা কমিটি উপদেষ্টা মংচাপ্রু মারমা (কারবারী), উপদেষ্টা সাবেক মেম্বার লাব্রে চাই মারমা, সভাপতি পাইসুইউ মারমা, সাধারণ সম্পাদক পাইসুইপ্রু মারমা সহ সাধারণ সম্পাদক থোয়াইচিং মিস্ত্রি প্রমুখ বিভিন্ন এলাকা থেকে আগত দায়িক,দায়িকারা উপস্থিত ছিলেন।