

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি-
পার্বত্য ভিক্ষু সংঘ প্রতিষ্ঠাতা, ৬ষ্ঠ সংগীতিকার প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথো’র জন্মস্থান বিলাইছড়ি উপজেলার কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে ৩৬ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করা হয়েছে। রবিবার ( ১২ ই অক্টোবর ) সকালে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকার আয়োজনে বিহার প্রাঙ্গণে- দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত পরিবেশন , বুদ্ধ পূজা , পঞ্চশীল পাঠ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদানসহ নানাবিধ দান আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠানে জগতের সকল প্রাণী সুখ, শান্তি ও মঙ্গল কামনায় মঙ্গলাচরণ পাঠ,পঞ্চশীল গ্রহন, কঠিন চীবর ও কল্পতরু দান সম্পাদন করা হয়। সভায় আর্য্যলঙ্কার মহাথেরোর সভাপতিত্বে প্রধান ধর্মাদেশক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রাজ বিহারের উপাধ্যক্ষ- তি. রত্তন জ্যোতি থের এবং তিনি কঠিন চীবর দানে একক ধর্মদেশক। অনুষ্ঠানে আরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
অন্যান্যদের মধ্যে বিপুল জ্যোতি থের, অগ্রবংশ ভিক্ষু, নন্দশ্রী থের, শাক্যপ্রিয় ভিক্ষু, জ্যোতিলঙ্কার ভিক্ষু, ইন্দ্রজিত ভিক্ষু, মহাকাল ভিক্ষু ,পারমী পুর্ণ ভিক্ষু, সুমেধা নন্দ ভিক্ষু, তেজবর্ণ ভিক্ষু, ধর্মসেন ভিক্ষু, সায়মিত্র ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু, চন্দ্রকীর্তি ভিক্ষু, ধর্মকীর্তি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষু সংঘ ও উপাসক- উপাসিকা এবং দায়ক- দায়িকা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান দায়ক বীরোত্তম তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমর কুমার তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ত্তন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, মনিষা তঞ্চঙ্গ্যা, নুনু তঞ্চঙ্গ্যা, প্রিয়রতন তঞ্চঙ্গ্যা, দিবাকর তঞ্চঙ্গ্যা, শশাঙ্ক দেওয়ান, বৃক্ষপতি (বৈদ্যানী) তঞ্চঙ্গ্যা, এ্যাড.বিমল তঞ্চঙ্গ্যা, রাইট্যামন তঞ্চঙ্গ্যা, অনিল দেওয়ান ও সিংহমুনি চাকমা, সুবাস তঞ্চঙ্গ্যা, সোনাধন তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, গৌতম তঞ্চঙ্গ্যা সহ পূর্ণ্যার্থীবৃন্দ। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন ইতিমালা তঞ্চঙ্গ্যা, পুর্নালি তঞ্চঙ্গ্যা (এষা) এবং সংগীত পরিচালনায় সুনীল কুমার তঞ্চঙ্গ্যা।