সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে উপজেলা কৃষি অফিস কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতে ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। বুধবার ( ১১ নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে সকালে কেংড়াছড়ি ইউনিয়নে বেগেনাছড়ি এলাকায় আমন জাতঃ ব্রি- ১০৩ জাতের ৩৩ শতক ধান্য জমির নমুনা শস্য কর্তন করা হয়। এতে ভালো ফলন হয়েছে।
এছাড়াও নমুনা শস্য কর্তনের পাশাপাশি মসল্লার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, বস্তায় আদা চাষ, মাচায় সবজি চাষ সহ অন্য্যন্য কৃষি কার্যক্রম পরিদর্শন করা হয়েছে ।এই সব পরিদর্শন ও শস্য কর্তনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় এবং কৃষি অফিসের উদ্যানতত্ব বিদ্ সুমন গুপ্ত।
আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, কৃষক বিশাল চাকমা, শান্তি রঞ্জন চাকমা, মধুসূদন চাকমা , দিবারতন চাকমা এবং শান্ত বালা সহ অন্যান্য কৃষক।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/