

মো.গোলামুর রহমান,লংগদু::
রাঙ্গামাটির লংগদুতে রাতের আধাঁরে একমাত্র ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হওয়া সেই নুর নাহারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
রবিবার( ২৭ এপ্রিল) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় করল্যাছড়ি আর্মি ক্যাম্পে লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি,পিএসসি, জোন কমান্ডার ঘর পুড়ে যাওয়া ভুক্তভোগী নুরনাহার, কে (৫ নং ওয়ার্ড, সাং-সোনাই,) ঘর নির্মাণের জন্য ঢেউটিন অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আইয়ুব আলী, করল্যাছড়ি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী নুর নাহার বেগম এমন মহতী কাজের জন্য জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।