মোঃ ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি: আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে ধারন করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মুখ হতে র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শিরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা
সভায় বক্তারা বলেন বাংলাদেশ দুর্যোগ প্রধান একটি দেশ, প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়, ঘুর্ণিঝড়, ভূমিকম্প সহ নানান দুর্যোগে জনজীবনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাই দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সচেতনতা অত্যাধীক জরুরী। দুর্যোগে বাঘাইছড়ির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন চলতি বছরেই বাঘাইছড়িতে বন্যা হয়েছে ৫ বার এতে ঘরবাড়ি, আবাদি জমি ও গৃহপালিত প্রাণীর ব্যপক ক্ষয়ক্ষতি হয় এই ক্ষতি কাটিয়ে পুরো এলাকা স্বাভাবিক হতে সময় লেগে যায় এতে অর্থনৈতিক ক্ষতিটাই বেশী হয় তাই সকলে যার যার অবস্থান থেকে সচেতনতা ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয়ার আহবান করেন৷
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/