বাঘাইছড়িতে এমএন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি-
‎‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জুম্ম জাতির জাতীয় চেতনার অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস এবং আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে আত্মবলিদানকারী মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা-সহ সকল বীর শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

‎সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বাঘাইছড়ি শাখার আয়োজনে রুপাকারি স্কুল মাঠে নানা আয়োজনে পালিত হয়।

‎উক্ত অনুষ্ঠানে ১০ নভেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক ও রূপকারী মৌজা ২৭৭ নং হেডম্যান বিশ্বজিৎ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির আদিবাসী শ্রমজীবি কল্যান সমিতি বিষয়ক সম্পাদক সোহাগ চাকমা।

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি বিমলেশ্বর চাকমা, সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান সিন্ধু চাকমা,রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভ্রম কুমার চাকমা,সাবেক ছাত্রনেতা ভূবন কান্তি চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুদর্শন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্রায়ন চাকমা,মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা,পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি সহ-সভাপতি ও রুপকারী ইউপির চেয়ারম্যান জেসমিন চাকমা। ‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি নিউটন চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানার সহ-সভাপতি ও বাঘাইছড়ি ইউনিয়নের সদস্য বিনয় চাকামা।

‎অস্থায়ী শহীদ ভেদীতে পুষ্পমাল্য অর্পন শেষে শোক প্রস্তাব পাঠ করেন-জ্ঞান সিশু চাকমা, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঘাইছড়ি থানা কমিটি।

‎অনুষ্ঠানে বক্তারা এমএন লারমার রাজনৈতিক দর্শন, তার আন্দোলন, এবং পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার, অধিকার ও সমঅধিকারের জন্য তার অবদান তুলে ধরেন। তারা বলেন, তার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

‎দিনব্যাপী আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।