বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (২২) নামে এক যুবক আহত হয়েছে।
শুক্রবার বিকল ৫ ঘটিকায় পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি শুরুর এক পর্যায়ে সোহেল ও সুমন দুই ভাইয়ের সাথে হাতাহাতির এক পর্যায়ে রিয়াদ হোসেন এর পেটে ও মাথায় ছুরি দিয়ে আঘাত করে এসময় রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা ।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে উত্তেজিত জনতা অভিযুক্ত সোহেল ও সুমনকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ঘটনা স্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সোহেল ও সুমনকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় এখনো কেও অভিযোগ দেয়নি। অভিযুক্তদের চিকিৎসা চলছে সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/