বাঙ্গালহালিয়ায় ফায়ার স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী ফায়ার সার্ভিসের উদ্যোগে বাঙ্গালহালিয়া বাজারের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে জনসচেতনতা মুলক অগ্নি নির্বাপণ মহড়া পরিচালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী ও পথচারীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি-নির্বাপণ সম্পর্কে বাজারের সকল ব্যবসায়ী ও পথচারীদের অগ্নি-নির্বাপণ সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়াটি পরিচালনা করেন রাজস্থলী ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, অর্থ সম্পাদক শহীদ চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, যুগ্ম সম্পাদক উচ্ছপ্রু মারমাসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

ফায়ার স্টেশনের কর্মকর্তা জুয়েল বড়ুয়া বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়াও অগ্নি দুর্ঘটনা থেকে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নিকাণ্ডের ঝুঁকি, প্রতিরোধ ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশলের বিষয়ে সকলের প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। এছাড়া গ্যাস সিলিন্ডার বা ছোট পরিসরে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে তা নেভানো যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় এবং সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়।