
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় মাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা ২ টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ত্রিপক্ষীয় মাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এছাড়াও এতে বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, মান সম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। ছাত্র ছাত্রীদের পড়ালেখায় মনোযোগী করে গড়ে তোলার জন্য তাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরী করে দিতে হবে। ছাত্র ছাত্রীদেরকে সময়ানুবর্তী এবং নিয়মানুবর্তী হতে হবে। সর্বোপরি ভালো ফলাফল অর্জন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।