বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দির সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, প্রভাষক অংচাথুই মারমা, জায়তুন নূর বেগম, বিজয় কুমার, মোঃ রুস্তম আলী, ভবতোষ চক্রবর্তী, শাখাওয়াত হোসেন চৌধুরী, কলেজের সকল প্রভাষকবৃন্দ ও একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীসহ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন, মাধ্যমিকের গন্ডি পেরিয়ে তোমরা কলেজে ভর্তি হতে পেরেছো এটা তোমাদের একটি সফলতা। এই সফলতাকে কাজে লাগাতে চাইলে একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের সবাইকে নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে হবে। জীবনে বড় সফলতা পেতে হলে এই মুহুর্ত থেকে নিজেদের জ্ঞানী করে গড়ে তোলার জন্য একাডেমিক বই আত্মস্থ করার সাথে সাথে বিজ্ঞানেও এগিয়ে যেতে হবে। এচাড়াও ভালো ফলাফল অর্জন ও সফল ব্যক্তি হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা, উৎসাহ এবং অনুপ্রেরণামুলক বক্তব্য প্রদান করেন বক্তারা।