বিএনপির দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কর্মীসভা 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
তৃণমূল পর্যায়ে বিএনপির দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় এবং ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা এবং রাজস্থলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সহসভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম আহম্মেদ রুবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুইচিংমং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল ধরনের অনৈতিক কাজ থেকে বিএনপির নেতাকর্মীদের বিরত থাকতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত আছে এমন কাউকে বিএনপি চায় না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণই বিএনপির শক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপামর জনসাধারণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করবে বলে প্রত্যাশা করেন বক্তারা।