

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি – বিলাইছড়িতে পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা কর্তৃক পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল ৪:০০ পালবার লিংক সেন্টার এবং রাঙামাটি পার্বত্য জেলা এর উদ্যোগে হাসপাতাল এলাকা, পল্টন ঘাট এলাকাসহ বিলাইছড়ি বাজারে পরিষ্কারের অভিযান করা হয়। পরিষ্কারের অভিযানের সময় উপস্থিত ছিলেন ভেন. জিয়েন জং শি president of world Palbar Ling center inc. মিসেস.রামা চিউ মাম secretary general of world Palbar Ling center inc. ভদন্ত দেব তিষ্য থেরো মহোদয়। অধ্যক্ষ ও সভাপতি পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা বাংলাদেশ এবং পালবার লিং সেন্টার শিশুসদনের ছাত্রগণ ও পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ।