বিলাইছড়িতে হিলফ্লাওয়ার কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার এর পিআরএলসি প্রকল্প কর্তৃক ১৭৯ জন সুফলভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে হিলফ্লাওয়ার – এর আয়োজনে ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ হতে এইসব নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়। এতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এসময় উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আলোপ্রিয় চাকমা এবং হিলফ্লাওয়ার এনজিও’র পিআরএলসি’র প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা

এছাড়াও উপস্থিত ছিলেন পিআরএলসি প্রকল্পের মনিটরিং অফিসার মিলন চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ চাকমা ও কার্বারী নির বাবু তঞ্চঙ্গ্যা, প্রকল্পের অর্গানাইজার সিবিকা তঞ্চঙ্গ্যা, সিএনএইচপি সুনীল তঞ্চঙ্গ্যা,বিলচান তঞ্চঙ্গ্যা, সিএম মুকুল তঞ্চঙ্গ্যা, সুপর্না তঞ্চঙ্গ্যা, পুষ্টি আপা কাঞ্চনা তঞ্চঙ্গ্যা, অনন্যা তঞ্চঙ্গ্যা, অফিস সাপোর্ট স্টাফ প্রিয়রতন তঞ্চঙ্গ্যা।

জানা গেছে, জীবন মান উন্নয়নের লক্ষে ৬ টি পাড়ায় ১৭৯ জনের মধ্যে অতিদরিদ্র ৩০ জনকে ১০,১০০ টাকা এবং ১৪৯ জন হতদরিদ্র সুফল ভোগীর মাঝে ৭২১০ টাকা হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রায় ১৩ লক্ষ টাকা মতো বিতরণ করা হয়েছে।

ফারুয়া ইউনিয়নে ২৬ টি পাড়ার মধ্যে এই ৬ টি পাড়া হাতে নগদে দেওয়া হয়েছে এবং বাকী ২০ টি পাড়ায় মোবাইল ব্যাংকিং রকেটে দেওয়া হবে। উল্লেখ্য যে, উপজেলায় ৩ ইউনিয়নে ৭৮ টি পাড়ার মধ্য ২৩০৯ জনের মধ্যে এ পর্যন্ত ২৬ টি পাড়ায় দেওয়া হয়েছে।