হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাঙামাটির রাজস্থলীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন এবং শ্রমিকদল সভাপতি মো. আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/