

বাঘাইছড়ি প্রতিনিধি::
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ‘ইঁদুর বন্যায়’ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মোট ৬০৬টি ক্ষতিগ্রস্ত পরিবার খাদ্য সহায়তা পেয়েছে।
বুধবার ১৫ অক্টোবর ২০২৫ খ্রি. সকালে ৯ নং ত্রিপুরা পাড়ায় আয়োজিত সমাপনী বিতরণ অনুষ্ঠানে ১০৫টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে জাবারাং কল্যাণ সমিতি, কারিগরি সহযোগিতায় কারিতাস বাংলাদেশ এবং অর্থায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত জুমচাষীরা তাঁদের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন। দূরবর্তী অরুণ পাড়ার নজেন ত্রিপুরা দুঃখ ভারাক্রান্য কণ্ঠে বলেন, “সবাই একটা পরিকল্পনা করে জুম চাষ করে। আমরা হিসাব করে ধান লাগাই—দুই-তিন ‘আড়ি’ (স্থানীয় পরিমাপ, ১ আড়ি ≈ ১০ কেজি) ধান রোপণ করলে সাধারণত ২০০ থেকে ৩০০ আড়ি পর্যন্ত ফলন হয়।”
“কিন্তু ধানে যখন শিষ ধরলো, ঠিক তখনই ইঁদুর এসে এক নিমিষে সব শেষ করে দিল,” বলতে বলতে তিনি হতাশার কথা প্রকাশ করেন। বাঁশফুলের পর ব্যাপক হারে ইঁদুর বৃদ্ধি পেয়ে ফসল ধ্বংস করার এ ঘটনাকে স্থানীয়রা ‘ইঁদুর বন্যা’ বলে থাকেন।
নজেন ত্রিপুরা জানান, “জাবারাং আর তাদের সহযোগী সংগঠনগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা মাঠে এসে তথ্য নিয়েছে, সাহায্য এনেছে। আমরা কৃতজ্ঞ।” তবে তিনি সতর্ক করেন যে, ইঁদুরের আক্রমণ এখনো চলছে। “এখন ইঁদুর মরিচ, আদা, তিল, হলুদ, সব ফসল খেয়ে ফেলছে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর কাছে অনুরোধ, আমাদের দীর্ঘমেয়াদি জীবিকা পুনরুদ্ধারে আরও সহায়তা দিন।”
এই কর্মসূচির মাধ্যমে সাজেক ইউনিয়নের মোট ৬০৬টি পরিবার মানবিক সহায়তা পেয়েছে।
সহায়তার বিবরণ নিম্নরূপঃ
🔸 ৪৬৬ পরিবার দুই মাসের খাদ্য সহায়তা পেয়েছে, যার মধ্যে ছিল ১২০ কেজি সিদ্ধ চাল, ৪ কেজি লবণ, ২ কেজি মসুর ডাল, ৪ লিটার ভোজ্যতেল এবং ১ কেজি শুকনা মাছ (সিদল)।
🔸 ১৪০ পরিবার এক মাসের খাদ্য সহায়তা পেয়েছে, যার মধ্যে ছিল ৬০ কেজি সিদ্ধ চাল, ২ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্যতেল এবং অর্ধ কেজি শুকনা মাছ (সিদল)।