

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
পাহাড়ের সকল সমস্যার সমাধান এবং উন্নয়নের জন্য স্থানীয় জনগোষ্ঠীর মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমেই করা সম্ভব। পাহাড়ি বাঙালি সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এসব সমস্যা খুব দ্রুতই কমে আসবে। বিশেষ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। জনগণের যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ করার জন্য চেষ্টা করতে হবে আমাদের। এছাড়াও তিনি স্থানীয় সড়কপথ, স্বাস্থ্যসেবা, শিক্ষক সংকট নিরসনসহ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।
বুধবার (৭ মে) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে রাজস্থলী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, মৌজা হেডম্যান, কার্বারী, সাংবাদিক, এনজিওকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এসব কথা বলেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) রাজস্থলী উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলা পরিষদ বেডমিন্টন কোর্টের উদ্বোধন করেন।