হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাজস্থলী উপজেলার ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজস্থলীর ইসলামপুর বাজারস্থ মাঠে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন রাজস্থলী বাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা নুরুল হক।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জর্ডানের আম্মান মসজিদুয যুগাইরের ইমাম ও খতিব শাইখ আবু উবাইদা মুহাম্মদ উমর খাযির এবং প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলার মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শাহাদাত বিন জিয়া। এছাড়াও বক্তব্য রাখেন হযরত মাওলানা আনাস মাদানী, হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইনসহ দেশবরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।
এই বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়ন করার গুরুত্ব তুলে ধরেন। ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে শান্তি আসার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করাসহ বর্তমান যুবসমাজকে মাদকাসক্তি ও খারাপ কাজ থেকে বিরত থাকার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা। বর্তমান যুব সমাজকে সঠিক পথে আসতে হলে কোরআন হাদিসের কোন বিকল্প নেই।
এছাড়াও মাহফিল শেষে দেশ ও দেশের মানুষসহ বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/