রাঙ্গামাটিতে বর্ষাবাস ও মধু পূর্ণিমা উপলক্ষে ভিক্ষুসংঘের পিন্ডচরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ভিক্ষু সংঘের বর্ষাবাস এবং মধু পূর্ণিমা উপলক্ষে ভিক্ষু সংঘের পিন্ডচরণ,বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান,কল্পতরু দান এবং বুদ্ধপূজা আয়োজন করা হয়েছে।

রবিবার (১৫ ই সেপ্টেম্বর) সকাল ৯:৩০ মিনিটে ৬ ষ্ঠ সংগীতিকার ও পার্বত্য ভিক্ষু সংঘ প্রতিষ্ঠাতা রাজগুরু অগ্রবংশ জন্মস্থান কুতুবদিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে এ দান সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় সভায় আর্য্যলঙ্কার মহাথেরোর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তেজবংশ ভিক্ষু,আনন্দ প্রিয় ভিক্ষু, অগ্রবংশ ভিক্ষু,শাসন জ্যোতি ভিক্ষু এবং শাক্য প্রিয় ভিক্ষু।অনুষ্ঠান সঞ্চালন করেন চন্দ্র কীর্তি ভিক্ষু।

এছাড়াও উপস্থিত ছিলেন কুতুব দিয়া স্বধর্মোদ্বয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়তুন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা। এবং পঞ্চশীল পাঠ করেন প্রদীপ তঞ্চঙ্গ্যা।ভিক্ষুরা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করণীয় মৈত্রী সূত্র পাত এবং ধর্মদেশনা দেন।