রাজস্থলীতে অষ্ট-প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুজ্ঞের শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট লীলা স্মরণোৎসব গুরু মহারাজের ৩য় তম দিবসী উপলক্ষে অষ্ট-প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ব্রহ্মমুহূর্তে মঙ্গলআরতি ও বাল্যভোগ নিবেদন, সকাল ১০ টায় শ্রীমৎ ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা, ১১টায় বেতার ও টিভি শিল্পী বৃন্দদের নিয়ে ধর্মীয় সংগীত অনুষ্ঠানের মাধ্যমে এই ধর্মীয় উৎসবের শুরু হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের মঠ-অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি গুরু মহারাজ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রী শ্রী পংকজ ভুষন চৌধুরী, প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মঠ-অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় ট্রাষ্টি ধর্ম মন্ত্রণালয়ের শ্রীযুক্ত দীপক কুমার পালিত, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জজকোর্টের সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান প্রমুখ।এতে সভাপতিত্বে করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুজ্ঞে প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী শ্রী মাধব গৌর দাস বাবাজী মহারাজ।

এই মহা উৎসবে গেস্ট অব অনার রাঙামাটি আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ঐক্যবদ্ধ এগিয়ে যেতে পারে সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি সকল ধর্মের মানুষের দল। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এই ধর্মীয় মহা উৎসবে সকল অতিথিবৃন্দকে ক্রেষ্ট এবং ফুলের তোড়া দিয়ে বরণ করা করা হয়।