হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আন নূর ফাউন্ডেশনের উদ্যোগে গরীব এবং অসহায়দের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের হাজ্বিপাড়ায় সমাজসেবকমুলক এই কর্মসূচির আয়োজন করা হয়। বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে স্থানীয় শিশু, কিশোর, তরুণ এবং বৃদ্ধসহ ১০০ জনেরও অধিক সুবিধাভোগী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। সেবা প্রদানকালে আন নূর ফাউন্ডেশনের উপদেষ্টাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধাপে ধাপে রাজস্থলী উপজেলার সকল ওয়ার্ডে পরিচালনা করা হবে। বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের এই উদ্যোগ তাদের জনসেবার প্রতিশ্রুতিরই একটি অংশ হিসেবে স্থান করে নিয়েছে এবং এর মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষজন উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/