রাজস্থলীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রাজস্থলী উপজেলায় নির্বাচিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্থলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজেলা সদর পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার এসএম ফরিদ উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ।

এতে উপজেলার তিনটি ইউনিয়নের সরকারি বেসরকারি ৩৬টি প্রতিষ্ঠানকে ৪কেজি, ৫কেজি ও ৬কেজি করে পোনামাছ বিতরণ করা হয়। এরআগে রাজস্থলী উপজেলা সদর পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা