

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রাঙামাটির রাজস্থলী উপজেলার দুটি সরকারি কলেজের চরম ভরাডুবি হয়েছে। পাশের হার এতটাই তলানিতে পৌঁছেছে যে, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এমন ফলাফলকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও তাদের স্বজনেরা।
উপজেলার দুটি সরকারি কলেজ থেকে মোট ৩৩৫ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে মাত্র ৩২ জন। অর্থাৎ পাশের হার প্রায় ৯.৫৫ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ফলাফল একদিকে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে কলেজের শিক্ষার মান নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজস্থলী সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে মোট ১২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১০ জন। এই কলেজের পাশের হার মাত্র ১৪.৮৫ শতাংশ। একইভাবে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের চিত্র আরও করুণ। এই কলেজ থেকে তিনটি বিভাগে মোট ১৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ১৮ জন। বাঙ্গালহালিয়া সরকারি কলেজের পাশের হার মাত্র ৯.১৮ শতাংশ।
এই বিষয়ে কয়েকজন অভিভাবক জানান, আমরা আমাদের ছেলেমেয়েদের ভালো ফলাফলের আশায় সরকারি কলেজে ভর্তি করি। কিন্তু এমন ফল দেখলে মনে হয় তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। এছাড়াও শুধুমাত্র পাশ করিয়ে দেওয়ার প্রবণতা নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাটাই জরুরি।
রাজস্থলী উপজেলার নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান জানান, দুটি সরকারি কলেজের এমন হতাশাজনক ফলাফল সবাইকে ব্যথিত করবে এটাই স্বাভাবিক। আমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে, মুলত শিক্ষক সংকট এবং অবকাঠামোগত কিছু সমস্যার কারণে এমন ফলাফল হয়েছে। এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য শিক্ষক-অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।