রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, বৌদ্ধ ধর্মীয় গুরু, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাজস্থলী উপজেলায় নিরাপদে কঠিন চীবর দান উৎসব যাতে সফলভাবে সম্পন্ন করা যায় সেদিকে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জন্য আহ্বান জানানো হয়।